ভাটপাড়া পৌরসভার ৩০নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকায় একটি জলাশয় ভরাট কে কেন্দ্র্ করে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ পেয়ে গত মঙ্গলবার ব্যারাকপুর ১নম্বর ব্লক এর বিএলআরও দীপঙ্কর দে স্থানটি পরিদর্শনে যান এব অবিলম্বে জলাশয় খননের কাজ শুরু করতে নির্দেশ দেন।তিনি পুকুরটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে তিন দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন।সেই নির্দেশ মতো সকাল থেকে জেসিপি দিয়ে ভরাট জলাশয় থেকে আবার মাটি তুলে ফেলার কাজ শুরু হয়েছে। ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জঞ্জাল বিভাগের দায়িত্ব প্রাপ্ত সিআইসি সমর পাঠকের দাবি এটা বাস্তু জমী।