পুকুর থেকে দুই বালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গতকাল দুপুর থেকে নিখোঁজ দুই বালক। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি ৭বছর মহম্মদ সোহেব ও ১0 বছরের আরশাদ আলী দুই বালকের। বাড়ি হাতিয়ারা পীর সাহেব মোড়। আজ সকালে নিউটাউনের হাতিয়ারা মাঝেরপাড়ার একটি পুকুরে দুটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা খবর দেয় ইকোপার্ক থানায়।
ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে ওই দুই বালক এর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিশ।