নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালীপুজো সমিতি এবার ১০০ তম বর্ষে পদার্পণ করলো। কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা সবার।সেই উপলক্ষে এবার নৈহাটির বড়মার নবনির্মিত মন্দিরের নতুন ফটক উদ্ভোধন  হল। সেই শুভ মুহূর্তে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়, জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি পৌরপ্রধান অশোক চটর্জী, কাঁচরাপাড়া পৌরপ্রধান  কমল অধিকারী, হালিশহর পৌরপ্রধান শুভংকর ঘোষ ও অন্যান্য ব্যক্তিত্বরা।এদিন ফিতে কেটে উদ্ভোধন পর সেচমন্ত্রী পার্থ ভৌমিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বড় “মা”র পূজো তে অংশগ্রহণকরেন।

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের প্রাক্তন  সভাপতি ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে গ্রেফতার করে ইডির আধিকারিকরা। সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন জ্যোতিপ্রিয় মল্লিক কে  গ্রেফতার করে উত্তর ২৪ পরগনা জেলা কব্জা করা যাবেনা।