উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের। সোমবার দুপুর ১২ টা ৩০ নাগাদ চাকদা রোড থেকে পণ্যবোঝাই একটি লরি যশোর রোডে উঠছিল, সেই সময় বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় উল্টোদিক থেকে বছর পাঁচেকের একটি শিশু তার মায়ের সাথে আসছিল তখনই পণ্য বোঝায় লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে যায় তারা, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরবর্তীতে পুলিশ পৌঁছে হাইটারের সাহায্যে লরির চাকার ভেতর থেকে মা ও তার ছেলের দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।