ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান এলাকার বাসিন্দা ও ভাটপাড়া শহর  তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিগলেস সিং এর বাড়িতে দুষ্কৃতিরা হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে তারই গাড়িচালক রাহুল পাসয়ান গুরুতর যখম হয়। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতাযয়েন  করা হয়েছে পুলিশ ।জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানার  পুলিশ  রীতেশ সাও নামে এক যুবক কে আটক করেছে।দিগলেস সিং এর অভিযোগ কুখ্যাত দুষ্কৃতি কালা বাবু  তার দলবল নিয়ে এই হামলা চালায়।

ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন ঘটনা দুর্ভাগ্যজনক।