কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ ভাটপাড়ার পৌরসভার CIC অরুণ ব্রহ্মের দাদার বিরুদ্ধে। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দীঘির পাড় এলাকায় গত ২০ নভেম্বর সন্ধের ঘটনা। কিন্তু ভয়ে পরিবারের কাউকে জানায় নি ওই কলেজ ছাত্রী। অভিযোগ, ওইদিন সন্ধেতে বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন স্থানীয় কাউন্সিলর অরুন ব্রহ্মের দাদা ভুদেব ব্রহ্ম ওরফে ভুট্টো। ছাত্রীর অভিযোগ ফাঁকা বাড়িতে একা পেয়ে তার  শ্লীলতাহানি করে তৃণমূল কাউন্সিলরের দাদা।

 

ঘটনায় ভাটপাড়া পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  CIC অরুণ ব্রহ্ম বলেন, আইন আইনের পথে চলবে।উনি যদি অপরাধ করেন আইন তার নিজের পথে চলবে।