৪ঠা ডিসেম্বর থেকে চালু হচ্ছে জগদ্দলের এ আই চাঁপাদানি ইন্ডাস্ট্রির ফাইন ইয়ার্ন ইউনিট।গত ২৬ জুন থেকে বন্ধ ছিল ইউনিট। মিল বন্ধে বেকায়দায় পড়ে গিয়েছিলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে এক হাজার শ্রমিক পরিবার। তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরজ কুমার সিং বলেন, সাংসদের উদ্যোগে বন্ধ মিল পাঁচ মাস বাদে খুলছে।

 

সাংসদ অর্জুন সিং বলেন, তারা রিলায়ংস জূট মিল খোলার প্রচেষ্টায় আছেন।