মহিলা পুলিসের “শক্তি বাহিনী”র তরফে আজ শ্যামনগর ডিসিপি নর্থ আফিসে কন্যাশ্রী দিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে ডিসিপি নর্থ শ্রীহরি পান্ডের অফিসে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। সিপি বেশ কয়েকটি স্কুলের কন্যাশ্রী প্রাপকদের মেডেল পড়িয়ে সম্মানিত করেন। তিনি ছাত্রিদের উদ্দ্যেশে বলেন সুধু চাকরি পাবার জন্য লেখাপড়া নয় আত্মমর্যাদার সাথে বাঁচার লেখাপড়া করুন।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি আরো বলেন বাল্যবিবাহ অনেকাংশে রোধ করা গেছে। এরপরেও যে কয়টি অভিযোগ আমাদের কাছে আসছে বাল্যবিবাহ নিয়ে সে বিষয়ে আমরা করা পদক্ষেপ নিচ্ছি। অনুষ্ঠানে ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল, নোয়াপাড়া থানার আইসি পার্থসারথি মজুমদার অরূপ ঘোষ ও অন্যান্য পুলিশের কর্তারা উপস্থিত হয়েছিলেন।