মঙ্গল বার স্বাধীনতা দিবস উদযাপিত হল ভারত ও বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে। এদিন ১৪৫ ব্যাটেলিয়ানের কমান্ডাট রাজু প্রতিহাস উদিত জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে বাংলাদেশী জাওয়ানদের হাতে মিষ্টি তুলে দেন কমান্ডার আর পি উদিত। এদিন মিষ্টি প্রদানের মাধ্যমে সৌহার্দের বার্তা দিলেন বিএসএফ আধিকারিক।
ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পেট্রাপোল বন্দরে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। এলপিএআই এর পক্ষ থেকে এলপিএআই ম্যানেজার কমলেশ সাইনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি তুলে দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হাতে।