যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর ঘটনার সাথে জড়িত সন্দেহে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর কর্মকার পাড়ার বাসিন্দা হিমাংশু কর্মকারকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। তবে পরিবারের লোকেরা এখনও মানতে রাজি নয় যে হিমাংশু   র‍্যাগিং কাণ্ড বা কোনও  ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সাথে জড়িত রয়েছে। হিমাংশুর এক কাকা সুকুমার কর্মকার জানান, প্রত্যন্ত গ্রামের ছেলে হিমাংশু ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী।