বাগদা থানার মন্ডবঘটা গ্রামের বাসিন্দা ডাক্তার অরিন্দম বালা বছর দুয়েক আগে নীলগঞ্জের রত্নতমা দে এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পেশায় ডাক্তার অরিন্দম কলকাতা পি জি হসপিটালে এম ডি করছে । বিয়ের পর থেকেই তাদের সাংসারিক জীবনে বনিবনা ছিলনা। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে থাকত না রত্নতমা। গতকাল রাতে অরিন্দম তার স্ত্রী কে নিয়ে বাড়িতে আসে। আজ সকালে অরিন্দম দোতলা থেকে নেমে জানায় সে তার স্ত্রীকে মেরে ফেলেছে । পরবর্তীতে বাগদা থানায় গিয়ে আত্মসমর্পণ করে। চাকূ দিয়ে কুপিয়ে খুন করেছে ।