বাগদা থানার নাটাবেড়িয়া কুজারবাগি এলাকায় সাত সকালেই প্রতিবেশীর হাতে খুন হল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম রঞ্জিত বালা। সোমবার তার উপর চড়াও হন প্রতিবেশী অঘোর বিশ্বাস।গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। অভিয়োগ অঘোর বিশ্বাসের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক ছিল রঞ্জিতবাবুর সেই সন্দেহেই অঘোর বিশ্বাস রঞ্জিত বাবুকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে।