শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটির টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেফতার ওয়েভারলি জুটমিলের পার্শনাল ম্যানেজার অমিত ঘোষ।মিলের বর্তমান নাম এভারেলি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। বেঙ্গল পাবলিক রিকভারি এক্ট ১৯৩০ অনুযায়ী তাকে গ্রেফতার করে পাঠানো হয় ব্যারাকপুর আদালতে।
সাংসদ অরজুন সিং এটাকে প্র্শাসনের ভালো পদক্ষেপ বলে জানান।