আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি কাঁকিনাড়ায় সংসদ অর্জুন সিং কে কটাক্ষ করে তিনি বলেন, সকালে বেলা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে রাত্রিবেলা  মিল মালিকের সাথে বৈঠক করে তৃণমূলের নেতারা।

অভিয়োগে জবাবে, সাংসদ বলেন, আমি শিল্প বাঁচিয়ে রাখি। কিন্তু উনি  মেয়র থাকাকালীন আসানসোলের শিল্প নষ্ট করেছেন। উনি ব্যারাকপুরে রাজনীতি বোঝেন না। ওনাকে  পালিয়ে বেড়াতে হয়। কিন্তু আমি পালিয়ে যাবার লোক নই।