রানাঘাটের সেনকো শোরুম ডাকাতিতে ধৃত কুন্দন কুমার সিং কয়লা মাফিয়া রাজু ঝায়ের খুনি।তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দুই ঘটনায় একই অভিযুক্ত। মাস চারেক আগে আসানসোলের ব্যবসায়ী রাজু ঝা খুন হন শক্তিগড়ে।কুন্দন সিং গ্রেফতারের পরেই  ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সংসদ অর্জুন সিং বলেন, আমি আগেও বলেছি ভিন রাজ্যের জেলে বসে সুবোধ সিং নামে আর এক দুষ্কৃতী  গোটা বিষয়টি তত্ত্বাবধান করছে।তবে কাকতালীয় ভাবে এই কুন্দন সিং গ্রেপ্তার হয়েছে। কুন্দন কল্যাণীতে যে ঘরটি ভাড়া করে ছিল সেই বাড়ির মালিক গোপাল সাও কে পুলিস কাঁচরাপাড়া থিকে  গ্রেফতার করেছ।