‘Police Day’ উপলক্ষে লালবাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান এটা আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ দিন। Police Day হিসেবে আমরা পালন করছি। প্রত্যেকটা পুলিশ ম্যানের জন্য আমরা খুব গর্বিত বোধ করি।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং প্রসঙ্গে তিনি বলেন তদন্ত খুব ভালোভাবে এগোচ্ছে। এটাতে আমাদের হোমিসাইড লোকাল পুলিশ স্টেশন যুক্ত আছে। ঘটনায় যুক্ত  অনেকেই গ্রেফতার হয়েছে। এভিডেন্স কালেক্ট করা হচ্ছে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি investigation-কে continue করে আমরা এটাকে শেষ দিকে নিয়ে যাব।