কলকাতার পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের ভবানীপুরে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। বাড়িটিতেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছিল। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে এখানেই শ্যুটিং করেছিলেন। খবর পেয়ে কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু জানান বাড়ির ভিতরে একজন থাকলেও তাঁর কোনও আঘাত লাগেনি।