বনগাঁ কমলাপুর এফপিএফ স্কুলে মিডডে মিলর আলূ চুরি করে বাড়ি নিয়ে যাবর সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে শিক্ষক কে। স্কুলের ভেতরে শিক্ষককে আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে।তাদের দাবি অবিলম্বে এই শিক্ষকের উপযুক্ত স্বাস্থি দেওয়া হোক।
এর আগেও একাধিকবার চাল,মটর সহ মিডডে মিলর বিভ্ন্ন সামগ্রী চুরি করে নিয়ে যেতে দেখা গেছে এই শিক্ষক কে বলে অভিযোগ। পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ, শিক্ষক প্রনব চন্দ্র দে তার স্ত্রী স্থানীয় তৃণমূল মেম্বার তাই দলের প্রভাব খাটিয়ে এই ধরনের কার্যকলাপ করছে।