বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে পালিত হলো  খেলা দিবস। সেই মতো কাঁচরাপাড়া, হালিশহর  এবং নৈহাটি  পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো খেলা দিবস।  এদিন নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাপস রায় সাংসদ অর্জুন সিংহ  বিধায়ক সোমলাথ শ্যাম  নৈহাটি  পৌরসভার চেয়ার ম্যান অশোক চ্যাটার্জি।

বিজপুর ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দিন  উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী  হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ সকল পৌরসভার আধিকারিক।