যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস কে জিজ্ঞাসাবাদ  রাজ্য মানবাধিকার কমিশনের।

রাজ্য মানবাধিকার কমিশনের দপ্তরে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস  ড: রজত রায়। তাকে কমিশনের অফিসে আসতে বলা হয়েছিল। সূত্রের খবর মূলত যাদবপুরের ছাত্র  স্বপ্নদ্বীপের মৃত  ঘটনার রাত্রে তিনি কি জেনে ছিলেন এবং জানার পর তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন সে বিষয়েই তার কাছে জানতে চায় কমিশন। রাজ্য মানবাধিকার কমিশনে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদ পর বেরিয়ে রজত রায় জানান তিনি যা বলার কমিশনকে জানিয়েছেন।