বরানগর থানার অন্তর্গত এ.কে মুখার্জি রোডের বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী শুভম ভট্টাচার্য ওরফে কদম, দুর্গা পুজোর আগে বরানগর সোনাপট্টি অঞ্চলে ডাকাতির পরিকল্পনা করার উদ্দেশ্যে নিজের পরিচিত বাইরের দুষ্কৃতীদের সঙ্গে একজোট হয়েছিল। কিন্তু,আগে থেকেই সতর্কিত পুলিশ তাদের এই পরিকল্পনা সম্পূর্ণ বানচাল করে। এবং গ্রেপ্তার হয় অভিজিত সরকার, সুদিপ্ত সাউ, রবিশঙ্কর দত্তচৌধুরী , শুভঙ্কর মালাকার ও কদম সহ মোট পাঁচজন ডাকাত। এদের কাছ থেকে পাওয়া যায় একটি দেশীপিস্তল,১৪ রাউন্ড গুলি ও একটি চাপর এবং যে বাইকে করে কদমের সাথী ডাকাতি করতে গেছিলো সেই বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুজার সময় ডাকাতি ও ছিনতাই এর ঘটনা বেড়ে যায় এই কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক ছিলেন তারা।এইদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কদমের ডাকাতি করার পরিকল্পিত জায়গায় পৌছনোর আগেই  সর্বহারা কলোনিতে তাদেরকে ঘিরে নেয় ,পুলিশের চোখে ধুলো দিয়ে তিন জন ডাকাত পালিয়ে গেলেও ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে বাকি পাঁচজনকে ধরতে সক্ষম হয় তারা এবং এইদিন পুলিশি রিমান্ডে রাখার আবেদন জানিয়ে তাদেরকে ব্যারাকপুর কোর্টে তোলা হয়।