সোমবার থেকে ব্যারাকপুর 15 নং রেল গেট থেকে চিড়িয়া মোড় পর্যন্ত টোটো চালানো বন্ধ রাখা হয়েছে পুলিশের তরফ থেক।যার জেরে রুজী রুটি সমস্যায় পড়েছেন কয়েক হাজার টোটো চালক। টোটো চলাচল নিয়ে জটিল অবস্থা কাটাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক এর সাথে আলোচনায় বসেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ শ্যাম।তার সাথে ছিলেন ব্যারাকপুর পুরসভার দুই কাউন্সিলার জিতব্রত পালিত ও রাজা পাশওয়ান। আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ শ্যাম বলেন টোটো চলাচলে যে প্রস্তব পুলিস কে দেবা হোয়েছ সেটা তারা লিখিত আকারে চেয়েছেন। খুব দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হবে বলে জানান।