স্কুলে নাটকের প্রস্তুতি নেওয়ার সময় অসুস্থ হয়ে পরে ৪ ছাত্রী। ঘটনাটি  কাঁকিনারা রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের।রিহার্সাল চলাকালীন দমবন্ধ কর পরিস্থিতি তৈরি হলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়ারা।খবর পেয়েই স্কুল আসেন অভিভাবকেরা তারাই পড়ুয়াদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং।অভিভাবকদের  অভিযোগ স্কুল পড়ুয়ারা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসায় জন্য এলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কেউ তাদের সাথে আসেন নি।

প্রধান শিক্ষিকা জানিয়েছেন আগামীকাল স্কুলে এক বিশেষ পরিক্ষা আছে, সেই কারনে তার হাসপাতালে পৌছতে দেরী হয়।