প্ল্যাটফর্ম ফর এডুকেশন, লিটারেচর  কালচারালের এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল গারুলিয়া। সভায় উপস্থিত হয়েছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ বরণ তোপদার,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তথা বাম নেত্রী নন্দিনী মুখোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্যপাল সংঘাতের মধ্যেই বাম নেত্রী নন্দিনী মুখোপাধ্যায় বলেন, বর্তমান রাজ্যের শিক্ষাব্যবস্থা এক অভুতপূ্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।