লোকসভা ভোটের আগে ব্যারাকপুর লোকসভা প্রাক্তন সাংসদ দিনেশ ত্রিবেদী কে ময়দানে দেখা গেল।তিনি নৈহাটি বড় মা কালী মন্দিরে ও ব্যারাকপুর সিদ্ধেশ্বরী মন্দির এ পুজো দেন।অন্যদিকে লোকসভা ভোটের আগে সক্রিয় ভূমিকায় ময়দানে নেমে পড়েছেন ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং। বিজপুর বিধানসভা অন্তর্গত কাঁচরাপাড়ায় তৃণমূল নেত্রী আলোরানী সরকারের বাড়িতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীনেশ ত্রিবেদীর হঠাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলে পরিদর্শনে লোকমুখে এখন গুঞ্জন তাহলে কী ব্যারাকপুর লোকসভা কেন্দ্র্রর বিজেপি প্রার্থী হতে পারেন দিনেশ ত্রিবেদী। সেই প্রসঙ্গে সাংসদ বলেন দুবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তাকে জেতানো হয়েছে,গত বার উনি হেরেছেন, আবার উনি ভোট প্রার্থী হয়ে দাঁড়ালে আবার উনি হারবেন।