বন্ধু যদি বিজেপি প্রার্থী হয় তাহলে ব্যারাকপুরে বিজেপি করার লোক থাকবে না। নৈহাটি দোগাছিয়া গান্ধী মোরে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক রবিবাসরীয় নির্বাচনী সভায় এ কথা বলেন। এদিনের সভায় প্রার্থী পার্থ ভৌমিকের উপস্থিতি তে ৪০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন মানুষ আর ২০১৯ ব্যারাকপুরে ফেরাতে চাইছেন না। অর্জুন যদি ক্যানডিডেট হয় বিজেপি করার আর লোক থাকবে না।