11দিনের বিদেশ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুবাই হয়ে স্পেন যাবেন। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর কে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন দুবাইতে হল্ট নেওয়ার বিশেষ কারণ টাকা সাইফন করা।  মুখ্যমন্ত্রীর ভাইপো,  ভাইপোর স্ত্রী শালিকা প্লট তৈরি করে রেখেছেন, উনি তার অংশ হয়ে উঠছেন। আরো বোলেন সচিবকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, মন্ত্রিসভার কাছে লজ্জার।