তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিল্লী তে আন্দোলন কর্মসূচি তে অংশগ্রহ করেছিলেন সাংসদ অর্জুন সিং। বুধবার জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায় দলীয় কর্মী সভায় অংশগ্রহন করেন তিনি। সেখানে অভিযোগ করেন সাংসদের সাথে দেখা না করে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন রাজ্য মন্ত্রী সাধবি নিরঞ্জন জ্যোতি প্রটোকল ভেঙেছেন আন্দোলন চলাকালীন সেখানে নির্বাচিত সাংসদদের যেভাবে হেনস্তা করা হচ্ছিল তা দেখে মনে হয়েছিল এটা গণতান্ত্রিক দেশ নয় রাজতান্ত্রিক দেশ।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বোলেছেন যদি কেউ দোষ করে থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু গোটা বাংলার মানুষকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের ঠিক না।