ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) এর অধ্যক্ষ প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বে দুই প্রতিনিধি দল বুধবার টিটাগরের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে পৌঁছোলেন এবং বিস্ফোরণের স্থল ঘুরে দেখলেন।উল্লেখ্য চলতি মাসের ১৭ তারিখ এই স্কুলের ছাদে একটি বোমা নিক্ষেপ করা হয়। এই ঘটনায় জড়িত থাকা চারজন কে টীটাগড় থানার পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশ কাস্টডীতে  তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হছে।

এনসিপিসিআর এর সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্কুলের সামনে পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছিল, ওদের সাথে বিজেপির রাজ্য সচিব ফাল্গুনি পাত্র ও ব্যারাকপুরের বিজেপি জেলা সাংগাঠনিক অধ্যক্ষ সন্দীপ ব্যানার্জি  ছিলেন তাদেরকেও পুলিশ ভিতরে ঢুকতে দেয়নি। প্রিয়াঙ্ক কানুনগো সংবাদ মাধ্যমকে জানান সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছেন তারা, রিপোর্ট দেবেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে।তবে স্কুল কর্তৃপক্ষ সহ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিলেন তিনি, জানালেন স্কুলে বোমা  বিস্ফোরণের পরেও কেন জরুরী ভিত্তিকভাবে স্কুলের ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হল না পরবর্তীকালে আবার কোন বোম বিস্ফোরণ হবে কিনা সেটা কারোর জানা ছিল না যদি হত তাহলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতো।