কেস্ট অর্থাৎ বীরভুমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে দুর্গা পুজোতে জেলেই থাকতে হবে। বুধবার আসানসোল সিবিআই বিশেষ আদালত তার জামিনের আর্জি খারিজ করে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়ে দেয়।এরপর ফের তাকে ৫ অক্টোবরে আদালতে তোলার কথা ,কিন্তু পুজোর ছুটির জন্য ২৯ অক্টোবর অবধি কোর্ট বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন অনুব্রতের আইনজীবী অনির্বাণ গাঙ্গুলি । গোরু পাচার মামলায় ৪২ দিন ধরে জেলে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল অধ্যক্ষ । ওনার শারীরিক অসুস্থতা ও বয়সের যুক্তি দেখিয়ে জামিনের আর্জি করেন তার আইনজীবী ,তীব্র বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী তার প্রভাবশালী তথ্য পেশের মাধ্যমে আদালতকে জানান অনুব্রতের বেনামি ১৫ থেকে ১৯ টি নতুন সম্পত্তির হদিস মিলেছে ,তদন্ত এখনও চলছে উনি জামিন পেলে সেগুলিকে প্রভাবিত করতে পারেন।অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় কেমন আছেন ও বোলপুর ভারত সেবাশ্রম সংঘকে সিবিআই এর তরফ থেকে কোন নোটিশ দেওয়া হয়েছে কিনা জানতে চান অনুব্রত মণ্ডল। উল্লেখ্য গ্রেপ্তারের ৬০ দিনের মধ্যে আদালতে চার্জশীট দিতে হয় তদন্তকারী সংস্থা কে, সেই অনুযায়ী ২৮ অথবা ২৯ অক্টোবরে কোর্টে চার্জশীট দেওয়ার সম্ভাবনা আছে সিবিআই এর ।