ভাটপাড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মূলাজোড় এলাকায় অবৈধভাবে ভরাট হওয়া একটি পুকুর খনন করে তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল স্থানীয় পৌরসভা।।পুকুরের এরিয়া আনুমানিক ১৮ থেকে ২০ কাঠা হবে। এইদিন পৌর আধিকারিকদের সাথে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ওই স্থানে যান,ও বিধায়কের উপস্থিতিতে জেসিবি দিয়ে পুকুর খনন কাজ শুরু হয়। বিধায়ক জানান রবীন্দ্রনাথ ঘোষ, অর্জুন ঘোষ ,সুপ্রতিম বিশ্বাস ওরফে রাজা বিশ্বাস ,এদের নামে ওই পুকুরটি আছে তারা অবৈধ ভাবে পুকুরটি ভরাট করেছে।ওই তিনজনের বিরুধে পৌরপ্রধান রেবা রাহা থানায় অভিযোগ করেছেন, এবং পুলিশ তাদের গ্রেপ্তার করবে।