গাইঘাটা থানার আমকোলার বাসিন্দা অর্পিতা ঘোষ (২৬)এর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়।অভিযোগ তাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলেছে স্বামী রাকেশ ঘোষ। জানা গিয়েছে ৬ বছর আগে তাদের প্রেম বিবাহ হয়।দম্পতির একবছরের একটা ছেলেও আছে। মৃতার মা অনিমা সরকারের অভিযোগ শুক্রবার অসুস্থ অবস্থায় মেয়েকে বাড়িতে দিয়ে যায় জামাই রাকেশ। মেয়ে জানায় যে তার বুক আর পেট জ্বলে যাছে, পরিবারের লোকেরা প্রথমে তাকে ঠাকুর নগর হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে রেফার করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। রাত ১১ টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় অর্পিতার। শ্বশুর বাড়ির লোকজনকে না জানিয়ে রাতেই হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে রাকেশ, তাকে দাহ করার প্রস্তুতি নেয়, খবর পেয়ে মেয়ের বাড়ির লোকজন তা আটকায় যা নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ, পরবর্তীতে মেয়ের বাড়ির তরফ থেকে জামাই ও শ্বশুর শাশুড়ির বিরুধে থানায় অভিযোগ করে।তাদের অভিযোগ স্লো পয়জন দিয়ে মারা হয়েছে অর্পিতা কে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।